বিরহের পরশে উদ্বেলিত প্রাণ,
অন্তরে পাই তাঁর ঘ্রাণ।
জীবনে যে এমনটিই হয়
অন্তরে বেদনার স্রোত বয়।

শীতে দেহ দহনে তৃপ্ত
সম্পদের আতিশয্যে থাকে ভৃত্য;
হারাই সবই দেখি সময়কালে
এটাই দৃশ্যমান জগতে নিত্য।

কালের নিয়মে থাকি দাঁড়ায়ে
লয়ে বুকে সেই পরাভয়;
এমনি করেই আসে আর যায়
পরিশেষে ঘটে সেই পরাজয়।

১লা মাঘ, ১৪২৮,
ইং ১৫/০১/২০২২,
শনিবার বেলা ১১:০৬। ১৫৭৫, ২৯/০১/২০২২।