কালের কুড়ি ফুটবে আজি
সুন্দর ভবিষ্যতের জন্য;
আসুক ভাবনা চিত্ত মাঝে
হোক ধন্য জনারণ্য।


সত্য, ত্রেতা, দ্বাপর, ওরা
শেখালো চলতে পথ;
ওই সৃষ্টির রাজা তুমি বন্ধু
এবং তোমার মত।


অনেক পথ হাঁটার পরে
এসেছে এই কলি;
চন্দ্রে, মঙ্গলে হাত বাড়াল
সেই কথাটাই বলি।


অনন্ত এই বিশ্ব মাঝে
জানার শেষ নাই;
একটুখানি এগিয়ে দিতে
আমরা সবাই চাই।


পিছন পানে আর টেনোনা
সামনে চলতে হবে;
সেই স্বচ্ছ-সুন্দর দৃষ্টি নিয়ে
কুড়ি ফুল হয়ে রবে।


২৪শে আষাঢ় ১৪৩০,
ইং  ১০/০৭/২০২৩,
সোমবার সকাল ১০:৪৩। ২০৬৮, ১৪/০৭/২০২৩।