জীবনের চলার স্রোত,
          দেখিতে কি পাও?
জিজ্ঞাসিনু আমি তারে,
           কোন পথে ধাও?


নিরব সে মোর কথায়,
           অচেতনের মত;
হঠাৎ সে বলে মোরে,
           মত আছে যত।


যত মত তত পথ,
            বলে যে সবাই;
অভিমুখ একই দিকে,
            আর ঠাঁই নাই।


জন্ম দিয়ে শুরু তার,
            মৃত্যু দিয়ে শেষ;
ভালমন্দ নিয়ে তুমি,
             এই আছ বেশ।