জ্ঞানের আলো পায়নি যাঁরা
জ্ঞানী বলি ওদের;
ব্যক্তি স্বার্থে ঢাক পেটায়
ওই অজ্ঞানীরা তাঁদের ।


শিক্ষার নামে ওই অশিক্ষাটাই
ছড়িয়ে গেছে দেশে;
সেই সুযোগে ওই স্বার্থান্বেষীরা
ঘুরছে সাধুর বেশে।


জ্ঞানীরা তাই পায় না সম্মান
এ অশিক্ষিতের রাজ;
সঠিক জায়গায় সঠিক মানুষ
পায়না কোন কাজ।


সমাজ আজ ধ্বংসের পথে
শাসক শোষক এক;
গায়ের জোরে, অর্থের জোরে,
বলছে ওরা দেখ্।


আজব এদেশ, আজব মানুষ,
ধর্ম নিয়ে মেতে;
নতুন নতুন গুরু দেখি
বসে পাত পেতে।


ধর্মের নামে গলা ফাটায়
ওদের কথা বলে;
মানুষের ধন করছে শোষণ
তাইতো নানান ছলে।


মন্দির মসজিদ গির্জা ধ্বংস
করছে দেখো ওরা;
তারাই নাকি ধর্মের মানুষ
দেখি মনুষ্যত্বের খরা।


সময় নাই আর তো বন্ধু
এবার জেগে ওঠো;
ধ্বংস করে মেকি মতবাদ
সত্যের পথে হাঁটো ।


বাঁচবে মানুষ বাঁচবে ধরা
সত্যের হবে জয়;
মনে প্রাণে চাইবো আমরা
অসতের হউক ক্ষয়।


২০শে মাঘ, ১৪২৯,
ইং ০৫/০২/২০২৩,
রবিবার রাত ১২:৫০। ১৯১২, ০৮/০২/২০২৩।