জ্ঞানীর বিচার  
       চিত্ত রঞ্জন সরকার(জাগ্রত বিবেক)


মনের আবেগে করলে কাজ
বাঁধা পেতে হয়;
বিচার বুদ্ধিতে করলে নির্ভর
পৌঁছবে মনস্কামনায়।


জ্ঞানীরা তাই বিচার করে
অতীত বর্তমান ভেবে;
নির্বোধেরা করে না তাহা
যুক্তি তর্ক মেনে।


কাজের সফলতা, বিফলতা,
তাই আমরা দেখি;
সঠিক নির্দেশ মেনে সবাই
কিছু কিছু শিখি।


শিখতে পারলে সঠিক পথে
শীর্ষে পৌঁছে যাবে;
অভিষ্টটা থাকবে না দূরে
হাতের কাছেই রবে।


জ্ঞানের শিক্ষা বিজ্ঞানের শিক্ষা
শিক্ষা যুক্তি তর্কের;
অন্ধকার থেকে আলোয় আনে
পথটা যে জ্ঞানগর্ভের।


১৪ ই ভাদ্র, ১৪২৯,
ইং ৩১/০৮/২০২২,
বুধবার সকাল ৯:৫৩। ২৭৮৮, ০৩/০৯/২০২২।