জ্ঞানীদের ওই জ্ঞান সীমানা
               ও যে অনন্ত তার পথ;
মূর্খের জ্ঞান পাঁচিল ঘেরা
             এটাই জ্ঞানীগুণীর মত।


জ্ঞান সাগরে ডুবলে পরে
            তখন বুঝতে পারে সবাই;
ওই কেউ বা খায় হাবুডুবু
              কেউ আনন্দে পায় ঠাঁই।


জ্ঞানী অজ্ঞানীর ওই পার্থক্য
                    এই ধরাধামে আছে;
জ্ঞান সুষমা জ্বালায় আলো
             শুধুই জ্ঞানীগুণীর কাছে।


২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ১৩/০৬/২০২৩,
মঙ্গলবার সকাল ৮টা। ২০৩৯, ১৫/০৬/২০২৩।