মধুর থেকে মধুরতর,
স্বপ্নগুলো আপন করো,
      কবির কবিতার সুরে;
দুর্দিনের ভাবনা চিন্তা,
মুক্ত হউক ভাবি দিনটা,
     দুঃখ বেদনা যাক দূরে।


জীবন হোক ছন্দময়,
ধারা হোক প্রাণময়,
     সুসংহত কাব্যিক মনন;
সৃষ্টির চেতন চিত্তে,
সুখময় আপন বৃত্তে,
      মানুষেরা লউক শরন।


আনন্দ হিল্লোলে জাগুক,
মানুষেরা সুখে থকুক,
   হোক উৎফুল্ল জগৎ সংসার;
কনক কাঞ্চন ফুলে,
ধরণীর শোভা দোলে,
  দেখিব নয়নে শোভা মনিহার।


২৮শে বৈশাখ,১৪২৪,
ইং ১২/০৫/২০১৭
শুক্রবার, সকাল ৭টা।