ঝাঁট দেয় যাহা দিয়ে
তার নাম ঝাঁটা;
সমাজ সংসার নোংরা করে
তাদেরকে হটা।


নিত্যদিন না দিলে ঝাঁট
নোংরারা জমে;
কঠিন হবে ঝাঁট দিতে
পারবে না দমে।


জমে গেছে, কত নোংরা
দেখো চারিদিকে;
এই সুন্দর প্রকৃতি তাই
হয়ে গেছে ফিকে।


তবে ঝেটিয়ে বিদায় করো
নোংরাদের সব;
কন্ঠে কন্ঠে উঠুক আজ
সেই কলরব ।


কলুষ ক্লেদ মুছে যাবে
স্বচ্ছ হবে ভুবন;
আর পাবেনা কষ্ট মানুষ
বাঁচবে ধরার জীবন।


২০শে অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০৭/১২/২০২৩,
বৃহস্পতিবার সকাল ৮:৫৪।২২১১, ২০/০১, ০৮/১২/২০২৩।