পশ্চাদ পানে ফিরে যাওয়া
নয় জীবনের কাজ;
জীবন চলে সম্মুখ পানে
এটাই প্রকৃতির সাজ।


ধর্ম টানে ওই পশ্চাত্পানে
অতীতের কথা শুনে;
অতীত সে যে অতীতই শুধু
হারায় সময়ের টানে।


এগিয়ে যাওয়াই কর্ম মোদের
অতীতকে পিছনে ফেলে;
এই বর্তমানের বুকের উপরে
ভবিষ্যতের ছবি মেলে ।


নতুন সৃষ্টি নতুন কৃষ্টি
নতুন পথে চলা;
অজানা ঐ জ্ঞানের ভান্ডার
সবাইকে ভাবতে বলা।


অজানা ভবিষ্যৎ উত্তল ঢেউ
নায়ের মাঝি তুমি;
শক্ত হাতেই ধরতে হবে হাল
ওই দিনরাত্রি জানি।


সবাই আমরা দোদুল্য আসনে
ভয়ের কিছুই নাই;
এ যে জন্ম-মৃত্যুর মাঝের পথ
মৃত্যুতেই হবে ঠাঁই।


২৮শে পৌষ, ১৪২৯,
ইং ১৩/০১/২০২৩,
শুক্রবার বেলা ১১:৫১। ১৮৮৯, ১৬/০১/২০২৩।