কোন্ দিশা খুজতে এসে
কোন্ দিশা পেলাম;
এই জীবন পথ বিস্ময়কর
পেয়েও হেরে গেলাম।


যারে সাথী করে ভালোবেসে
বাঁচতে চেয়েছিলাম;
রইল না সে আমার কাছে
ওই পথেই হারালাম।


যারা হারায় তাঁরা বোঝে
হারানোর কি রূপ!
আগুন ছাড়া জ্বলতে থাকে
হৃদয় মাঝে ধূপ।


সেই একসাথেই পা মিলিয়ে
হেঁটেছি কত পথ;
শেষ বেলাতে শূন্য হল
আমার পূর্ণ রথ।


বসে একা ভাবি আমি
কত স্মৃতির কথা;
থেকে থেকে অশ্রু ঝরে
মুচড়ে  উঠে ব্যথা।


যাবার সময় হয়ে এলো
আমিও চলে যাব;
অনন্তের পথে শূন্য রথ
কাহার হাতে দেবো?


৯ ই ফাল্গুন; ১৪২৯,
ইং ২২/০২/২০২৩,
বুধবার রিত ১১:০১। ১৯২৯, ২৫/০২/২০২৩।