জন্মালে দুদিন কাটিয়ে গেলে
শুধু এটা জীবন নয়;
শয়তানের তৈরি শিষ্য হয়ে
এই জগতকে দেখাবে ভয়?


ইস্পাত কঠিন মনের জোরে
কর সাধন আপন মনে;
সাজাও জীবন ফুলে ফলে
মানব হিতে, মানব তরে।


তুমি ভালবাসলে ওই সবারে
ঝরবে আলো মনের পরে;
আঁধার সব যাবে কেটে
ভরা থাকবে আলো ঘরে।


আলোর রোশনাই পথ দেখাবে
অন্ধকারে ওই তোমারে;
চরণ তোমার থামবে নারে
শতবাধা এলেও পরে।


জীবন নয় শুধুই জন্ম মৃত্যু
পাখির চোখ সৃষ্টির তরে;
নতুন কিছু করে দেখাও
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে।


জাগবে মানুষ দেখবে জগত
অবাক হয়ে বিশ্ব মাঝে;
শয়তানের ওই সঙ্গ ছেড়ে
দৃষ্টি দেবে সৃষ্টির কাজে।


৩রা ভাদ্র, ১৪২৯,
ইঃ ২০/০৮/২০২২,
শনিবার সকল ৯:০৮। ১৭৭৫, ২১/০৮/২০২২।