ফুলের মাঝে জীবন যেন
সজীব হয়ে ওঠে;
আপন প্রাণে মনের মাঝে
গুনগুনিয়ে বাজে।


সব মুক্ত হেথায় ভালবাসায়
বাঁধা বন্ধনহীন;
খোলা হাওয়ায় আকাশ তলে
রাতের পরে দিন।


দিনের আলোয় পথ দেখালো
ওই ফুলের সৌরভ;
মানুষ তুমি মানবতা নিয়ে
কর প্রকাশিত গৌরব।


স্মৃতির ঘরে বিস্মৃতি এসে
যেমন ঢেকে দেয়;
ন্যায়ের সাথে অন্যায় তেমন
আঁধারে ঘিরে যায়।


হৃত গৌরব উদ্ধার করা
সেতো বড়ই কঠিন;
জীবনের পর মৃত্যু এলে
হবে না আঁধার দিন?


১৩ ই ফাল্গুন, ১৪২৯,
ইং ২৬/০২/২০২৩,
রবিবার বেলা ১১:৩৩। ১৯৩১, ২৭/০২/২০২৩।