একটা সমুদ্র আর ঐ জনসমুদ্র
পার্থক্য জল ও মানুষে;
জল বাঁধনহারা, মানুষ বদ্ধ কারা
সবাই মেলে জীবন শেষে।


আমরা দেখি ভাষায় লিখি
বলতে পারো কতটুকু শিখি?
শুধুই কেবল নকল করা
অনুকরণের নয় যে ধরা।


জীবন বড় কঠিন ঠাঁই
দিগ্ বিদিক সব হারাই;
পাগল পাগল মনটা থাকে
সুখের পরশ কোথায় পাই?


আশায় আশায় ঘুরে বেড়াই
দুঃখ ছাড়া কিছুই নাই।
সাম্যের ভাষ্য আর আসে না
বাসবো ভালো কোন বাসনা?


সত্য মিথ্যার কোন নিরিখে
মিলবে মানুষ মানুষের সাথে?
ব্যক্তি অবস্থান, ব্যক্তি চিন্তা,
দেখতে পাবে সকল পথে ।


মিলব কোথায়, কার সাথে?
থাকবে কি কেউ আমার পাশে?
সুখের দিনে দুখের দিনে
ওই আমারে শুধুই ভালোবেসে?


৩১শে শ্রাবণ, ১৪২৯,
ইং ১৭/০৮/২০২২,
বুধবার বেলা ১১:৩৯। ১৭৭১, ১৭/০৮/২০২২।