জীবন বোধের অভাব হলে
মরতে হবে খাদে পড়ে।
মিথ্যা নয় সত্যি বটে
জীবন পথে এটাই ঘটে।


ওই ক্ষণিক সুখে আত্মহারা
কে কাহারে দেয় পাহাড়?
ধ্বংস যখন এসেই পড়ে
লাগে আগুন আপন ঘরে।


মুক্তি মিলবে কেমন করে
লোভ তাহারে রাখে ঘিরে;
চাটুকারের ওই চাটুকারিতা
দেয় না তাঁরে থাকতে নীড়ে।


মহান হওয়ার লোভ যে বড়
হয় আগুন তখন শীতলতর।
বিবেকবোধ লোপ পেয়ে যায়
সেই স্বপ্ন তখন সবই হারায়।


স্মরণ তখন বিস্মরণ হয়
ধীরে ধীরে অতলে তলায়;
ওই ধ্বংসের গতি এমনতর
হারিয়ে ফেলি ন্যায় অন্যায়।


ধন্য হবে কাব্যিক ধারা
শিখলে কেউ নাইরে তাড়া।
চেতনার ওই চিত্ত মাঝে
আছে দেখ ন্যায়ের কারা।


১৩ ই ফাল্গুন, ১৪২৯,
ইং  ২৬/০২/২০২৩,
রবিবার দুপুর ১:১২। ১৯৩৮, ০৬/০৩/২০২৩।