জ্ঞানের আলো মিললে ভালো
না পেলেই যন্ত্রনা;
কেউবা ভাবে হয়তো পাবো
কে দেবে মন্ত্রনা?


মন্ত্রের মন্ত্রী হৃদয় তোমার
জিজ্ঞেস করো তাঁরে;
উত্তর তুমি পাবেই পাবে
একটু আগে পরে।


ধৈর্য ধরে খুঁজতে হবে
খোঁজার মনটা নিয়ে;
জ্ঞানের পরশ আসবে ধীরে
সত্যের ছোঁয়া দিয়ে।


জন্ম মৃত্যু যেমন সত্য
জ্ঞানের পরশ তাই;
দুঃখীর দুঃখ বুঝতে পারে
সত্য যে এটাই।


উতল হাওয়ায় এলে জ্ঞান
ভয় থাকে না আর
ওই সত্যের প্রতি দায়বদ্ধতা
থেকেই যাবে তাঁর।


আলো যেমন আঁধার তাড়ায়
জ্ঞান খোঁজে ঐ আলো;
আলো জ্বেলে সবাই এবার
করব মানবজাতির ভাল।


২২ শে কার্তিক, ১৪২৯,
ইং ০৯/১১/২০২২,
বুধবার বিকেল ৪:৪০। ১৮২৩, ১১/১১/২০২২।