আষাঢ় অসাড় হলো তপ্ত হাওয়ায়
তাপিত প্রকৃতি কাঁদে ভেজেনা বর্ষায়।
ধরণী ফেটে আজ হলো চৌচির
কৃষকেরা থাকিবে কি ভাবে ধীরস্থির?


ফসল না ফলিলে মানুষ বাঁচে কেমনে
হবে ধরাশায়ী জীবজগৎ এই অনটনে।
বুবুক্ষায় হাহাকার উঠেছে ওই চারিদিকে
ধনতন্ত্রের প্রতিশ্রুতি হল আজ ফিকে।


ধনীদের আয় বাড়ে দেখি জনে জনে
ওরা গরিবের ধন কাড়ে অতি সন্তর্পনে।
সরকার মদদ দেয় অর্থের বিনিময়
আর কঠিন বাঁচার লড়াই মানুষের দায়।


গণতন্ত্রের প্রতিনিধি আজ ধনীর বন্ধু
গঙ্গা-যমুনা ভাগীরথী আজ হলো সিন্ধু।
সময়ের প্রেক্ষাপটে জগতে যাহা ঘটে
সাম্যবাদের লড়াই তাই উঠে আসে বটে।


দেশের সম্পদ নয় ওই ব্যক্তিবিশেষের
সম্পদের মালিকানা দশ ও দেশের
ওঠো জাগো সময় হয়েছে এবার
ওগো জননী জন্মভূমি বলো তুমি কার?


১লা আষাঢ়, ১৪২৯
ইং ১৬/০৬/২০২২,
বৃহস্পতিবার বিকেল ৫:০৩। ১৭৩৬, ১১/০৭/২০২২।