ওই জামাইষষ্ঠীর মিষ্টি মন্ডা
আজ বড় শীতল, লাগে ঠান্ডা
শশুর শাশুড়ি পায় কষ্ট
মাথায় তাঁদের মারে ডান্ডা।


জিনিসপত্রের দাম যে বেশি
আসেনা কাহারও আনন্দে হাসি;
আর বুকের ব্যথা বুকে লয়ে
সেই আনন্দটাই হচ্ছে বাসি।


অতীতের সেই জামাই ষষ্ঠী
জামাইরা সব আসত নিয়ে
মন্ডা মিঠাই কত মিষ্টি।


পুকুরের ঐ রুই-কাতলা
জেলের জালে চিতল ধরা
আর আনন্দেতে আত্মহারা।


কেউবা হাঁকে, কেউবা ডাকে,
আয়রে সবাই তরা করে;
জামাইরা সব কোথায় গেল
নতুন জামা-কাপড় পরতে বল।


জামাই মেয়ের মঙ্গল কামনায়
এই কষ্টটুকু করতেই হয়;
শশুর শাশুড়ি ও নতুন বেশে
মনে প্রানে আশীর্বাদ দেয়।


বুড়ো বুড়ির জামাই মেয়ে
থাকে সবাই আপন নিয়ে;
স্মৃতির পাতায় ঘুরে বেড়ায়
আর অতীত স্মৃতি অশ্রু ঝরায়।


২১ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৫/০৬/২০২২,
রবিবার বেলা ১০:০৭। ১৭০৭, ১১/০৬/২০২২