ওই চেতনাহীন জীবন সহজ
বিবেক বিচার নাই;
আর বুদ্ধিদীপ্ত মননে তাহা
নতুন রূপে পাই।


এই অসুখ বিসুখ জটিলতা
নিয়েই তো জীবন;
চলতে পথে নানান বাঁধা
এরই নাম ভুবন।


অনন্ত এই ভুবন মাঝে
সহজ কঠিন মিশে;
এরাই তো দেখায় মোদের
চলার পথে দিশে।


অনুভূতি আর ভাবনা মিলে
জীবন জটিল হয়;
ওই বিচারবুদ্ধি প্রাণের শুদ্ধি
সহজ করে দেয়।


১৫ ই মাঘ, ১৪২৯,
ইং ৩০/০১/২০২৩,
সোমবার সকাল ৯:২৬। ২২৬৪, ১৭/১১৩, ৩১/০১/২০২৪।