ঐ জাগিবেই সে জাগিবেই
কঠিন গভীর  আঁধারে;
নব সূর্যের মতো এই জগতে
সবারে চেতনায় জাগাতে।


পথ হারারা পেয়ে যাবে পথ
সেই আলোর বিচ্ছুরণে;
ঘন জঙ্গলও আলোকিত হবে
চিত্তের চেতনার সনে।


থেকো না দূরে দাঁড়াও ঘুরে
সময় যে আর নাই;
আবেগে নয় বাস্তবকে ধরে
সত্যকে খুঁজিতে চাই।


মিথ্যারা শুধুই হুজ্জতি করে
ব্যক্তি স্বার্থের লাগি;
সমাজ সংস্কার আর আবিষ্কার
সবই  সত্যকে মাগি।


২৯ শে কার্তিক,১৪৩০,
ইং ১৬/১১/২০২৩,
বৃহস্পতিবার রাত ১১:৪২।২১৯০, ১৯/২৪২, ১৭/১১/২০২৩।