এই জীবনের ইতিহাস ভাবনার ইতিহাস
ইতিহাস অতীতকে নিয়ে;
কালের আবর্তনে আর ভাবনার বিবর্তনে
সাজায় সকল দিয়ে।


কেউ পারে নাই ধ্বংস করতে
পরম সত্যের অতীত;
মানে না যারা সেই ইতিহাস
সমাজে তারাই পতিত।


কেউ ভাবে অতীত ধ্বংস করে
ইতিহাস নতুন হবে;
অতীত সে যে শুধুই অতীত
কেমনে তাহারে ছোঁবে?


গায়ের জোরে আর অর্থের জোরে
পাগলের শুনি প্রলাপ;
হবে না তো প্রেম  ঘৃণা ছড়িয়ে
পদ্ম হবে না গোলাপ।


প্রকৃতি শোনে না মানুষের কথা
যতই শক্তি ধরে;
প্রতিশোধ নেয় বাঁধা দিতে গেলে
সৃষ্টিকে ধ্বংস করে।


অতীত থেকে এই বর্তমানে আসা
খাড়াই উতরাই পেরিয়ে;
সিন্ধু সভ্যতা এসেছে এই সভ্যতায়
কালের দরজা মাড়িয়ে।


কাল গড়ে দেয় ইতিহাস জগতে
মানুষ সে তো ছাড়;
দাম্ভিকের দম্ভ হবেই চূর্ণ-বিচূর্ণ
হয়ে যাবে সে ভাঁড়।


রাম মন্দির আর বাবরি মসজিদ
কালের অতীত খেলা;
কেমনে ভুলাবে কেমনে ঝালাবে
অতীতের কালবেলা?


৭ ই ভাদ্র, ১৪২৯,
ইং ২৪/০৮/২০২২,
বুধবার রাত ১১:৫১। ১৭৭৯,  ২৫/০৮/২০২২।