কালের ঝড়ে উড়িয়ে নিল
পাঁজর ভেঙে সব;
নবীনদের ওই কালচার কৃষ্টি
আজ তুলছে কলরব।


বৃদ্ধরা ঐ অবাক হয়ে
দেখছে চারিদিকে;
নতুন সৃষ্টি, নতুন দৃষ্টি,
হবেই একদিন ফিকে।


ওই আদিকে বাদ দিয়ে
যায় না গড়া কিছু;
সেই ভিত টানবে ওদের
হয়তো একদিন পিছু।


ইতিহাস সেই ইতিহাসই রবে
ঝরবে আঁখি জল;
পাবেনা ফিরে বাস্তবে আর
হবে দৃষ্টি অনুজ্জ্বল।


মূল্যবোধের মানটা বোধহয়
ঐ অধোপথে ওদের;
শুধুই চকমকিতে ভুলে গেছে
ভালো-মন্দ বোধের।


কলম কালি চলুক তবে
যে কয়দিন আছি ভবে;
মনের কথা, প্রাণের কথা
ঐ স্বর্ণাক্ষরে লেখা রবে।


২৭ শে মাঘ, ১৪২৯,
ইং ১১/০২/২০২৩,
শুক্রবার বেলা ৫:৩০। ১৯১৬, ১২/০২/২০২৩।