হযরত মুহম্মদ দেখায়েছে পথ,
                  শোনায়েছে ঈদের বাণী;
বুঝিতে বুভুক্ষুর জ্বালা,মাস ব্যা্পী পালা,
                        জাগাতে হৃদয়খানি।  


বিভেদের সুর হয়ে যাক দুর ,
                        ঈদ পালনের সাথে;
ভ্রাতৃত্বের বন্ধনে নামুক সন্ধানে,
                        মাসব্যাপী এই পথে।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                       বুঝিতে আর্তের হৃদয়;
একফালি চাঁদ পূর্ণতা পাক,
                         এই কৃচ্ছ সাধনায়।  


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                          ওগো খোদাতাল্লা!
নতুন করে বুঝিতে দেও,
                        মানুষের হৃদয় জ্বালা।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                        বড় খুশীর এই দিন;
পৃথিবীতে নামুক একতার জোয়ার,
                       হিংসা হয়ে যাক লীন।


ধর্মে ধর্মে বিভেদ নাই,
                        কর্মে বিভেদ আছে;
হিংসা ত্যাজিয়া, প্রানে মজিয়া।
                    এসো হৃদয় হৃদয়ের কাছে।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                         ঈদের খুসিতে ভাই;
মানুষের দুঃখ দুর করে ,
                       যেন প্রানের আবেশ পাই।


ঈদ মোবারক, ঈদ মোবারক,
                        বড় আদরের এই দিন;
ধরণী ভরুক প্রাণের পরশে ,
                          বাজায়ে হৃদয় বীণ।