হারেনি জীবন, সত্যের জয়
পারেনি থামাতে সেই পরাভয়;
মৃত্যুর দ্বারে এসে বারে বারে
আবার সে কেন ফিরে যায়?


পক্ষে-বিপক্ষে দেখি অবয়বে
উঠেছে কঠিন ঘূর্ণি ঝড়;
সত্য মিথ্যা এলোমেলো হয়ে
ভেঙে যায় কত ঘর।


মিথ্যারা ছোটে কালবৈশাখী রূপে
করে ধ্বংসের প্রলয় গর্জন;
পরিশেষে তারে পরাভূত করে
সত্য দেয় তারে বিসর্জন।


পরিক্ষিপ্ত সেই অবয়বগুলো
মাতে রক্ত হোলির খেলায়;
যায়না এড়ানো পেরোতেই হয়
এসে শেষে প্রভাত বেলায়।


সত্য বলে মিথ্যাকে দলে
হবে জয় নাই কোন ভয;
এমনি করেই শত্রুকে হারিয়ে
জয়ের ধারা বেঁচে রয় ।


১ লা ভাদ্র, ১৪২৯,
ইং ১৮/০৮/২০২২
বৃহস্পতিবার বিকেল ৬:০২। ১৭৭৪, ২০/০৮/২০২২।