পথের চাইতে মত ভালো
ঘরে চুপটি করে ভাবি;
আকন্ঠ পান করে শুধা
এবার হলাম আমি কবি।


পথটা কেমন বুঝলাম নাতো
ওই মসৃণ কিংবা কন্টকিত;
সুখের আগে দুঃখ কেমন
হয় মনটা বিষে জর্জরিত?


ঐ অভিজ্ঞতার বিবেক বোধে
যদি সারা দেয় ওই রোধে;
তবেই সার্থক হবে এই জীবন
বোঝা বইতে নিজের কাঁধে।


ঘরের চাইতে পথটা ভালো
ভালো-মন্দে হয় চর্চিত;
জীবন বোধের অভিজ্ঞতায়
কভু হয় না তাহা বর্জিত।


২৫শে আশ্বিন, ১৪৩০,
ইং ১৩/১০/২০২৩,
শুক্রবার বেলা ১১:৪২। ২১৫৭, ১৯/১৫৫, ১৪/১০/২০২৩।