একই পৃথিবী একই হাওয়া
একই ধরায় মানুষ হওয়া
তবে এত পার্থক্য কেন;
জনে জনে, মনে মনে,
হৃদয়ের ওই ভাবনার সনে
ছড়িয়ে সর্বত্র ভিন্নতা যেন।


একই রক্ত একই জল
দেখি উঁচু নিচু সমতল
একই যন্ত্রণায় জ্বলার জ্বালা;
মুক্তি মিলবে কেমন করে
অশ্রু জলে ভাসছে ওরে
এবার সবার ভাবনার পালা।


মায়ের কোলে বড় হওয়া
মায়ের ভাষায় কথা বলা
আর মা দিয়েছে প্রাণ;
মায়ের ওই হৃদয়ের সাথে
নাড়ির বন্ধন আছে তাতে
সে তো অনুভবের টান।


ওই জন্মদাত্রী মা আমাদের
ধরিত্রী মা জীবন পথের
বক্ষ শুধায় বাঁচিয়ে রাখে;
ওই দুই মায়ের স্নেহ সুধায়
বেঁচে থাকা কত আশায়
আর ভালোবাসায় হৃদয় মাখে।


বলো পার্থক্যটা কেন হবে
ওই বর্ণে বর্ণে ধর্মজাতে?
জন্মের পরে মৃত্যু আসে;
জীবন চলে এমন মতে
নামে সন্ধ্যা এক প্রভাতে
যায় প্রাণ অনন্তে ভেসে।


শিক্ষা কৃষ্টির তাই প্রয়োজন
উন্নীত হোক মানুষের মন
তবেই প্রাণে প্রাণে হবে মিলন;
ধন্য হবে জগতের মানুষজন
আত্মায় আত্মায় ওই মিলনে
হোক দৃঢ় এই মানববন্ধন।


১০ই ফাল্গুন,১৪২৯,
ইং  ২৩/০২/২০২৩,
বৃহস্পতিবার বেলা১১:৫১। ১৯২৮, ২৪/০২/২০২৩।