ওই শব্দগুলো জড়ো হয়ে
মনের ভাব প্রকাশ করে;
তাহাই আবার উৎসাহ দেয়
জীবন পথে ঘুরে ঘুরে ।


স্বপ্ন কাহারো বাস্তব হয়
আর আনন্দে জীবন ভাসায়;
কেউবা পথে হারিয়ে যায়
মিথ্যা তাঁরে পথে বসায়।


ঐ সত্য-মিথ্যা বুঝতে হবে
কোন উপদেশ তুমি নেবে;
চিত্তে চেতন থাকলে পরে
বিচার বুদ্ধি তুমি পাবে।


পরের কথায় ঝাল খেয়ে
পোড়ালে মুখ নিজের দোষে;
জ্বালায় জ্বালায় জ্বলে জ্বলে
অশেষ কষ্ট পাবে শেষে।


কত উপদেশ শুনবে তুমি
জীবন পথের বাঁকে বাঁকে;
সত্য মিথ্যাই আসল কথা
আসুক অনুভবে ঠেকে শিখে।


ওই স্বার্থশূন্য সেই উপদেশ
তাকেই বলবো হিতো উপদেশ
মানুষ যেন সেটাই পায়
হোক বাক্য-বানের সেটাই রেশ।


২৪ শে শ্রাবণ, ১৪২৯,
ইং ১০/০৮/২০২২,
বুধবার বেলা ১১:৫১। ১৭৭২, ১৮/০৮/২০২২।