ওই বনাঞ্চলের চিত্ররূপ
অতীতেও সুন্দর ছিল;
বর্তমানেও সুন্দর তাহা
মন কেঁড়ে নিল।


জগতের স্বার্থপর মানুষগুলো
সুন্দর ধ্বংস করে;
মরার ফাঁদ তৈরি করলো
ব্যক্তিস্বার্থের ঘোরে।


যারা হেথায় আছে পড়ে
চেতনার দ্বার খুললো না;
আপন সব পর হয়ে যায়  
সুখের কথা ভাবলো না।


দিনের শেষে আঁধার এলে
আলোর কথা ভাবি;
নানান ভাবে নানান রূপে
মুক্তির ছবি আঁকি।


জীবনটা যে ছোট্ট জীবন
কোন ভরসায় থাকি?
না বুঝে ওই আমরা সবাই
নিতেই থাকি ঝুঁকি।


দিন ফুরালে বুঝবো সবে
এই সময়কালে নয়;
থাকতে সময় করি হানাহানি
আর দুঃখের হয় জয়।


২৪ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৮/০৬/২০২২
বুধবার বেলা ১২:০৬। ১৭১৭,  ২১/০৬/২০২২।