গল্প শুনতে ভালই লাগে
বাস্তবে তা নয়;
প্রচার ধর্মী দেশের শাসক
এটাই তো ভয়।


গল্পের গরু গাছে ওঠে
মশা মারে হাতি
সোনালী দিন পেরিয়ে গিয়ে
নামছে আঁধার রাতি।


কৃত্রিম আর ওই বাস্তবটার
দূরত্বটা যে অনেক;
ধনীরা সব বিলিয়ে দিল
কি মর্মান্তিক সনেট!


রাগ করোনা কঠিন হলেও
এটাই আজ সত্য;
ওই স্বার্থপরদের গ্রহণ করা
সত্যের কাছে ব্রাত্য।


১৫ই ফাল্গুন,১৪২৯,
ইং ২৮/০২/২০২৩,
মঙ্গলবার বেলা ১২:৪১। ২৯৩৪, ০২/০৩/২০২৩