গ্রন্থাগার জ্ঞানের ভাণ্ডার-
জ্ঞানী, গুনীর চেতনার অমৃতসুধা,
     থরে থরে সাজায়ে রেখেছে,
             বিলাবে বলে—
     যেই দেখেছে, সেই মজেছে,
        ডুবিছে চেতনার ছলে।


বলে আয়, আয়, কত নিবি?
      অফুরান্ত এ সুধা ভান্ডার;
জীবন তরীর কান্ডারী তুমি,
       ধরেছ তরণীর কান্ডার।


যত করবে এই অমৃত সুধা পান,
জ্ঞান তরণীর ততই বাড়িবে মান।


এমন ভান্ডার পাবেনা কোথাও আর-
সম্পদ দানে, সম্পদ বাড়ে,
      ভুবনে তুলনা কে- তাঁর?


সেই কোন কালে –
সৃষ্টির আনন্দে স্রষ্টা মেতেছিল,
আর বলেছিল-
ভাবনার অফুরান্ত ভান্ডার রেখে গেলাম,
       যদি পারিস, খুঁজেনিস,
       আপন চেতনার সেই দিশ।


অফুরন্ত-মনি-মুক্তা, কাঞ্চনহার,
    নিজে পরবি, অপরকে পরাবি,  
সেই ভালবাসার ধন তাঁর;
           তাঁরি নাম গ্রন্থাগার।


৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৪।
ইং ১৯/০৫/২০১৭,
শুক্রবার, বিকেল ৩টা।