ঘাতক ডালিম
মুক্তিযোদ্ধার বিবেক
             চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক )


খুন করেও পারো নি
ভোলাতে তাঁর দান;
স্বর্ণাক্ষরে লেখা আছে
জাতির পিতার নাম।


স্বশরীরে থাকলে জাতির পিতা
হয়তো ভুলেই যেতাম তাঁরে;
এখন তাঁরে মনে করি সারা দিনে
শত সহস্র বারে।


বাঙালির স্বাধীন সত্তার জন্মদাতা
ওই শেখ মুজিবুর রহমান;
রক্ত দিয়ে জীবন দিয়ে
রেখেছে সম্মান।


ক্ষমতার লোভে খুন করে
পালিয়ে গেলে কেন?
মায়ের সন্তান হয়েও তুমি
নও সন্তান তার যেন।


লোভে লোভী বিষাক্ত মন
শান্তি পেলে না;
দেশ ছেড়ে বিদেশে গেলে
ছাড়তে হলো মা।


জাতির পিতা বঙ্গবন্ধু আছেন
সবার হৃদয় জুড়ে;
অন্যায় করে ঘৃণা নিয়ে তুমি
বেড়াও কোথায় ঘুরে?


ঘৃণিত পাপাত্মা দুর্বৃত্ত তুমি
কেউ মানুষ ভাবেনা
এই জীবনে কেউ তোমারে
মায়ের সন্তান বলবেনা ।


৪ঠা ভাদ্র, ১৪২৯,
ইং ২১/০৮/২০২২।
রবিবার বেলা ১২:২৩। ১৭৮৪, ৩০/০৮/২০২২।