দেশের প্রেক্ষাপটে কাশ্মীর ফাইল কেরালার স্টোরি
শুধুই কি দুই রাজ্যে?
উত্তর প্রদেশ, পশ্চিমবাংলা, গুজরাট, মধ্যপ্রদেশে,
ধর্ষণ করে পেতে ফুলশয্যে?


ব্যক্তি স্বার্থে, পার্টি স্বার্থে, কেন্দ্র-রাজ্য খেলে
সেন্সরশিপের নামে এরাই বেশি গিলে।
গিলতে গিলতে কন্ঠ পর্যন্ত যখন ভরে যায়
পাগল গুলো উন্মাদ হয়ে নানান দিকে ধায়।


দেশের মানুষ জানে বোঝে পরিচালকদের মতি
ভাবাবেগে সুরসুরি দিয়ে নিজেরা সাজে সতী।
এমন দেশে আর যাই হোক ভালো হবার নয়
অর্থলোভী শয়তানদের হাত ধরে ধ্বংসের পথে ধায়।


রাম রহিমের মত শয়তান গুরু যখন ধরা পড়ে
ঝড়ের বেগে নানান কথা তখন চারিদিকে উড়ে।
তারাই আবার পার্টি প্রয়োজনে প্যারোলে মুক্তি পায়
তাদের প্রভাবে ভোটের বৈতরণী পার হতে চায়।


এমন দেশের এমন সরকার কে লিখবে তাদের গল্প?
সেই গল্পের কাছে কাশ্মীর ফাইল কেরালা স্টোরির গুরুত্ব অতি অল্প।


তাই আবেদন মানুষের কাছে মনুষ্যত্ব নিয়ে
বিচার করুন ভাবুন সবাই সমান গুরুত্ব দিয়ে।
ভালো-মন্দ সঠিক বেঠিক পথ মানুষই খুঁজতে  পারে
দুষ্টু চক্রকেও চালাতে পারে সঠিক পথে কানটা ধরে।


মানুষ হয়ে পারিনা আমরা এড়িয়ে যেতে দায়;
বিবেক বুদ্ধি আর ওই চেতনায় যদি চলতে চায়।
কেউ ধর্মীয় সুরসুরি দিয়ে মানুষকে দলে টেনে নেয়;
কেউবা আবার ভয় দেখিয়ে ছাপ্পা ভোটে ঝেড়ে ফেলি দায়।


নিজের ত্রুটি ঢাকতে গিয়ে দোষ পরের কাঁধে চাপায়
আজ ঢাকলেও কাল প্রকাশ পাবে পরবে কঠিন হেপায়।
সুখের চাইতে ওই স্বস্তি ভালো জেনে রাখো সবাই
ঐ সুনামের চাইতে বদনাম ভালো ভাবো এবার তাই।।


২৮শে বৈশাখ, ১৪৩০,
ইং ১২/০৫/২০২৩,
শুক্রবার বেলা ১১:৩৩। ২০০৭, ১৪/০৫/২০২৩।