এমন দিনে তারে বলা যায়  
      চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক)১৭৯১


এমন দিনে তাঁরে বলা যায়
হাত ধরে যে মোর পাশে রয়।
হৃদয় দিয়ে হৃদয় অনুভবে
এমন বন্ধু কে হয়েছে কবে?


মান অভিমান হৃদয়ের দান
কন্ঠে বাজে প্রাণের সেই গান।
দেখতে না পাই নামিলে আঁধার
ধুপ ধুনো আর প্রদীপে সাধার।


আর তাপিত হৃদয় শীতল হয়
ফল্গু নদীর স্রোত বুকেতে বয়।
ওই হাতের পরশ এমনি পেলে
সেই প্রাণের শান্তি চকিতে মেলে।


বন্ধনহারা শুধুই জীবনের পারা
দিয়ে যায় মনে তাই তো সাড়া।
তুলনা বিহীন এই জীবনের ঋণ
আসিবে না আর শোধিবার দিন।


১৩ ই  ভাদ্র, ১৪২৯,
ইং ৩০/০৮/২০২২,
মঙ্গলবার বিকেল ৫:১২।  ১৭৯১, ১০/০৯/২০২২।