১লা বৈশাখ বাজালো যে শাঁখ,
            বাংলার ঘরে ঘরে;
নতুন বছর বুঝি এলো আর বার,
           আমাদের ক্যালেন্ডারে।


বাংলার মাস বুকে লয়ে শ্বাস,
         সেজেছি বাঙালি মোরা;
বাংলার কথা, বাংলার ভাষা,
         ভোলেনা- শুনেছে যারা।


রবি কবি, মাইকেল নজরুল,
    বিশ্বকে শোনালো বাংলার কথা;
রফিক, শফিক, বরকত, সালাম,
    বোঝালো মায়ের ভাষার ব্যথা।


বাংলা বছরের প্রথম মাস,
             এই সেই বৈশাখ;
পান্তাভাত আর ইলিশ মাছ,
            রাখেনি রাগ-ঢাক।


চৈত্রের শেষে এলো বৈশাখ,
            সাথে বৈশাখী মেলা;
তপ্ত দগ্ধ ধরণীর পরে,
         মেলায় মিলি যে মোরা।


আহা! কি আনন্দ আম্রগাছে,
        সিঁদুর রাঙা বৈশাখী আম;
খেয়ে আনন্দ, খাইয়ে আনন্দ,
       এই তো বাংলা মায়ের ধাম।


৮ই চৈত্র, ১৪২৩,
ইং ২২/০৩/২০১৭,
বুধবার, রাত ৭.৪০।