আমার ভাষা তোমার ভাষা
সকল মায়ের কণ্ঠে আসা
           জন্মের পরে শিখেছি আমরা;
একই দেশ একই মাটি
সোনার চাইতে বেশি খাঁটি
                 মিলতে এসে হই যে হারা।


তবে ভাইয়ে ভাইয়ে বিভেদ কেন
আজ খেলার সাথী শত্রু যেন,
               কিসের স্বার্থে এমন হলো?
ধর্মমত ওই মানুষের সৃষ্টি
ভাবনায় সবাই দেওনা দৃষ্টি
                সাম্যের পথে সবাই চলো।


আমাদের মাতৃভূমি আর মা জননী
শস্য শ্যামল সোনার খনি,
                 দুধে ভাতে করলো মানুষ;
একই আকাশ একই বাতাস
জড়িয়ে বুকে নেই শ্বাস,
                   হারাই কেন আমরা হুঁশ?


বিদ্যাসাগর ও তার বর্ণপরিচয়
শিক্ষার মূল একই ধারায়,
                তবে কেন বিভেদ আসে;
আমরা মানুষ অমানুষ নই
সেই একই রক্ত দেহে বই
                   তবু কেন হিংসার বাসে?


উঠুক জেগে সৎ চেতনা
দেশ জাতির দুঃখের বেদনা
                   বাঙালি যে আমরা সবাই;
আত্মায় আত্মায়  মিলিয়ে আত্মা
দিতে চাই সৎ ভাবনার বার্তা
         জাগরণের ভাবনা আমরা ভাবাই।


১৩ই মাঘ, ১৪২৯,
ইং ১৩/০১/২০২৩,
শনিবার সকাল ৯:৪৪। ১৯০৪, ৩১/০১/২০২৩।