চরিত্র গঠন ঘর থেকে হয়
বলে মানুষেরা সবাই;
মাতৃভাষার জন্য জীবন দিল
সেই কথাটাই ভাবাই।


একুশে ফেব্রুয়ারির পরশ নিয়ে
বুঝি মাতৃভাষার মূল্য;
এখন যারা আমরা বেঁচে
সত্যিই কি তার তুল্য?


ভাষা দিয়ে শুরু মুক্তি-সংগ্রাম
স্বাধীনতা সুদূর পরাহত;
নামে স্বাধীন হলাম আমরা
আসলে হলাম পরাভূত।


স্বাধীনতার নামে ধর্মে বিদ্বেষ
সংবিধানে পেল ঠাঁই;
দেখি ধর্মে ধর্মে হানাহানি
বলতো কোথায় যাই?


নাই তার কোন প্রতিবাদ
দেশ ধ্বংসের পথে;
নির্বোধদের ওই ধ্যান ধারণা
গ্রহণীয় কার মতে?


তাই ভাবতে বলি বর্তমানকে
বাঁচলে বাপের নাম;
বাঙালি যদি ধ্বংস হয়
রইবে কি তার দাম?


একুশে ফেব্রুয়ারির মূল্য অনেক
ভাবতে হবে সবার;
সুসংহত সেই মিলন ঘটাতে
হবেই সংঘাত আবার।


ভালো আসুক ভালোর দলে
হোক মন্দ পরাজিত;
বাঁচবে দেশ বাঁচবে জাতি
হউক শাসকের ব্রত।


হিংসায় শুধু ধ্বংসই হয়
সমৃদ্ধি হয় না কভু;
একা একা যায় না বাঁচা
কেন চেষ্টা তবু?


এই মানুষ বাঁচবে মানবতায়
ওই মনুষ্যত্ব নিয়ে;
পারবেনা আর বিভেদ করতে
ধর্মের সুরসুরি দিয়ে।


৭ ই ফাল্গুন, ১৪২৯,
ইং ২০/০২/২০২৩,
সোমবার সন্ধ্যা ৬:২০। ১৯২৫, ২১/০২/২০২৩।