আমি- আমার ভাবনা ভাবি আপন মনে, বুঝতে পারিনি- এমন আঘাত নেমে আসবে আমার জীবনে! সব হারায়ে একা বসে ঘরের কোনে। কেন এমনটা হলো? ভাবতে অবাক লাগে! চিরন্তন গতিতে চলছে প্রকৃতি, বাধা দেওয়ার সাধ্যি কারো নেই; শাশ্বত কাল থেকে যে নৈসর্গিক খেলা চলছে,তারই ধারা ভাষ্য শুনতে পাই। কেউ হারে, কেউ জেতে এই তো খেলার ফল, যেন কচু পাতায় শিশির বিন্দু করে টলমল। রৌদ্রোজ্জ্বল দিনের আলোয়, হাস্য উজ্জ্বল ভাবনার মাঝে কালো মেঘের আনাগোনা জীবনকে দুর্বিসহ করে তোলে, কার ভুলে? শুধুই দোষারোপের পালা,আমি নই, তুমি নও,সব যেন তাঁদের জ্জ্বালা। আমি, তুমি, তাঁদের কথা নয়,আমরা যদি সবাই চেতনশীল সৃজনশৈলিতে বিশ্বাসী হতে পারতাম, সৃজনশৈলির মনস্কতায় উদ্বুদ্ধ হয়ে জ্জ্বালাতে পারতাম ভাতৃত্বের অগ্নিশিখা। বন্ধ হতো কালো মেঘের আনাগোনা। তাই বলি- অনুকরণ নয়, চৈতন্যের চেতনা নিয়ে, এই দূর্যোগের ঘনঘোর তমসায় বিশ্বের মঙ্গলের তরে-আপন চেতনার আলোর বর্তিকা নিয়ে সবাইকে এগিয়ে আসার জন্য আমার একান্ত আহ্বান।


১০ই আষাঢ়, ১৪২৪,
ইং ২৫/০৬/২০১৭,
রবিবার, বেলা ১টা।