সপ্তাহব্যাপী বৃষ্টির ফলে,
এলো বান নদীর জলে,
         ভাসায়ে নিল দুই কূল;
দেখি থৈ থৈ জলরাশি,
ঘর বাড়ি গেল ভাসি,
       মাঠে মাঠে শাপলার ফুল।


প্রকৃতির একি দৃশ্য,
সমুদ্রের যেন শিষ্য,
       দূর দূরে দ্বীপময় ঘরবাড়ি;
শাপলা ফুলের দল,
করে মাঠে ঝলমল,  
   যেন-এক অপরূপা রূপময় নারী।


রাস্তায় হাটু জল,
মানুষের নামে ঢল,
    ছোটো বড় সকলেই হৈ চৈ করে;
সুখ দুঃখের দ্বৈরথ,
প্রকৃতি দেখায় পথ,
   হাসি কান্না মানুষের জীবনটা ধরে।


হাতে-কাঁধে ব্যাগ লয়ে,
মাথায় মাথাল দিয়ে,
     হেথায় পথ চলে-পথচারী যারা;
গ্রাম শহর একাকার,
কে নেবে কার ভার,
    আকাশের পানে চেয়ে আছে তাঁরা।
  
এই সেই শ্রাবণের ধারা...!!


৭ই শ্রাবণ, ১৪২৪,