শ্রাবনের ধারা ঝরে ঝরো ঝরো
নয়নের জল করে টলোমলো
রবি চলে গেছে এই দিনে;
সেই কান্নার সুর নয় যে মধুর
বুক ফেটে ঝরে নয়নে।


দিন চলে যায় রাত চলে যায়
শ্রাবণের ধারা চারিদিকে বয়
শুধুই রবি রে স্মরিয়া;
বাংলার বুকে হাহাকার রূপে
দেখো সবাই আজ ঘুরিয়া।


নাই নাই রব চারিদিকে সব
বাংলার মুখ কে জ্বালাবে ধুপ
রবিকে পাবোনা ফিরিয়া;
স্মরিয়া তাঁহারে ভাবনা আহারে
বারে বারে আসে ঘুরিয়া।


গানে গানে তাই ভরে দিতে চাই
এই বাংলার আকাশ বাতাস
ওই সেই কাব্যিক রূপ ধরিয়া:
ওঠো ওঠো সব শোন পাখিদের রব
ধ্বনিছে তাঁরে মনে করিয়া।


কেন রবে চুপ দেখো শ্রাবণের রূপ
ওই ঝরিছে আজ অঝরে;
কবিগুরুর কথা সবার প্রাণের ব্যথা
গান কবিতায় প্রকাশ করে।


২২শে শ্রাবণ, ১৪৩০,
ইং ০৮/০৮/২০২৩
মঙ্গলবার বেলা ১২:৫০। ২০৯৪, ১৯/০২, ০৯/০৮/]২০২৩।