এই মুক্তাঙ্গনে-
ধ্যান ধারনায় মুক্ত মানুষ মোরা,
চেতনার আলো পথ দেখালো-
   ভাবনা জগৎ জোড়া।


ভালবাসা ছড়াক প্রেমের আবহে
বিশ্বজগৎ জুড়ে;
মনের আনন্দে থাকি যেন মোরা,
জন্ম মৃত্যু ঘুরে।


জীবনের সাথে জীবন জড়ায়ে,
   প্রীতির আলোতে তাই;
হৃদয়ের কাছে হৃদয় আসুক,
   মোরা সবে ভাই ভাই।


অনিন্দ্যসুন্দর জগৎমাঝে,
       অতিক্ষুদ্র মোরা;
ক্ষুদ্রে ক্ষুদ্রে বৃহৎ হবো
       সুন্দর হবে ধরা।


ছোট্ট এককে দেহের সৃষ্টি,
      আমরা ভুলি নাই;
এককে এককে বৃহৎ হবে,
       ক্ষুদ্রের গুরুত্ব তাই।


ভালবাসা দিয়ে বাধিব সবারে,
        হৃদয় করিব জয়;
আপন-পর মিলবে হেথায়,
       প্রেমের রবেনা ভয়।


১৭ই জ্যৈষ্ঠ,১৪২৪,
ইং ০১/০৬/২০১৭
বিকেল ৫.৩০,
বৃহস্পতিবার।