আলোর কথা বলতে গিয়ে
আঁধার আসে নেমে;
আর মিথ্যাকে সরাতে গিয়ে
সত্য যায় ঘেমে।


কঠিন যুদ্ধ লড়াই করে
জয় যখন পদতলে;
প্রাণের সেই একান্ত চাওয়ার
সেই দুঃখ যায় ভুলে।


শুরুর শেষ ওই হোথা
ব্যথাগুলো বলে কথা;
সত্য সে উজ্জ্বল তারা;
হৃদয়ে থাকে গাঁথা।


দৃষ্টি যখন মিলিয়ে যায়
স্মৃতিরাই কথা কয়;
হারিয়ে যাওয়ার পূর্বক্ষণে
বক্ষজুড়ে ওরা রয়।


৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ২৩/০৫/২০২৩,
মঙ্গলবার সকাল ৯:০৮। ২০১৮, ২৫/০৫/২০২৩