মন্দ্রিত মনে ধ্বনিত ক্ষণে
ওই আশাটুকুই পাই;
সারা জীবন আমরা সবাই
সেই গান গেয়েই যাই।


যতই আলো জ্বালো না বুকে
ওই আঁধার মনে রবে;
ধরার পরের এই মানুষেরা
কে সুখী হয়েছে কবে?


যতই পাও, যতই দাও,
আমাদের দুঃখ যাবেনা;
ক্ষণিক তরে সুখ আসবে
কভু স্থায়ী হবে না।


যাওয়া-আসার এই জীবন
ওই কান্নাহাসির ঠাই;
একটু হাসি, একটু কাঁদি,
কেমনে সুখ পাই?


সুখের আশায় আমরা থাকি
শুধুই ভাবনা নিয়ে;
অশ্রু জলে বক্ষ ভাসে
আপন বিদায় দিয়ে।


আপন হারার দুঃখ কি যে
যে এই জগতে পায়;
পারবে না সে ভুলতে কভু
সে দাঁড়িয়ে থাকে ঠায়।


২৮ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ১২/০৬/২০২২,
রবিবার সকাল ৯:৫৩। ১৭৩১, ০৬/০৭/২০২২।