স্বপ্নলব্ধ “দৃমিকা” মোর হৃদয় কাঁপায়,
মায়া, মো্‌হ, জালে বাঁধা-
           মরীচিকা সম সাধা,
          তাই বুঝি মনে বাধা,
              ব্যবহারে তারে।


ভয়ের আবহে এসেছিল “দৃমিকা”
তপ্ত নিঃশ্বাস সাথে লয়ে,
      ভাবিনি কখনও এমনটি হবে,
         এলো কেন- তবে ভবে,  
             মননে এমন করে?


   ধরি ধরি ধরতে নারি,
               ওগো দৃমিকা;
   গূঢ় তমশা অন্তরে মম,
               তুমি মরীচিকা।


১০ই শ্রাবণ, ১৪২৪,
ইং ২৭/০৭/২০১৭,
বৃহস্পতিবার, সকাল ৭টা।
বিঃদ্রঃ- স্বপ্নে পাওয়া শব্দ “দৃমিকা” অর্থটা ছিল মিথ্যা ভয়। সেই শব্দটা ব্যবহার করলাম। বাংলা অভিধানে কোথাও শব্দটা পাই নাই। বন্ধুদের কাছে আবেদন শব্দটার ব্যবহার যথাযথ হলো কিনা জানালে খুশি হব।