হিন্দু যদি মুসলিম বিয়ে করে
মুসলিম যদি হিন্দু;
ধর্মের নামে হবে মহাপ্রলয়
অথৈ সাগর সিন্ধু।


যদি ভালোবেসেই সুখী হয়
ওই দুটি প্রাণ;
ব্যাধ সাজার কি প্রয়োজন
মারতে হবেই বান?


পরের ধানে মই দেওয়া
দেখি ধর্মান্ধদের কাজ;
সুখ শান্তির বিঘ্ন ঘটায়
ধর্মীয় মৌলবাদের রাজ।


ওঠো দেখো বোঝো এবার
আমরা মানব জাতি;
মনুষ্যত্বের উপরে কিছু নাই
সবাই আমরা জ্ঞাতি।


হিংসা দ্বেষ সরিয়ে রেখে
মনের সুখে থাকো;
দুদিন পরে যাবে চলে
তাহাই মনে রাখো।


হিন্দু মা, পিতা পাঠান
কি পরিচয় তাঁদের?
কাম কামনায় সৃষ্ট তাঁরা
মানুষ বলি ওদের।


হিন্দু ভাইয়ের রক্তে পেল
মুসলমান ভাই প্রাণ;
বলতে পারো এবার তুমি
এ কোন ধর্মের দান।


গীতা বাইবেল কোরআন পড়ে
বুঝে গেছে সব;
বুঝতে হবে অচেতন সে
শুধুই মুখে কলরব।


ওই উন্নয়নের কথা ফেলে
ধর্মে মাতামাতি;
পাশবিক এই ভাবনা চিন্তা
বিবেকহীনের মতি


মরার পরে কেউ থাকেনা
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান;
তুমিও ভাই থাকবেনা আর
ওরে গোঁড়া মুসলমান।


৭ ই শ্রাবণ, ১৪২৯,
ইং ২৪/০৭/২০২২,
রবিবার বেলা ১১:৪২।  ১৭৫২, ২৭/০৭/২০২২।