ব্যক্তি মতাদর্শে ধর্মের কথা
তাকেই বলি ধর্মমত;
প্রকৃতির কাছে শিখি যে ধর্ম
সেটাই আসল পথ।


ব্যক্তি স্বার্থ ব্যক্তি চিন্তা
কবু গোষ্ঠীর কথা ভাবি;
মানবতাহীন ওই ধর্মমতের
ওটাই বোধহয় চাবি।


বিবেকবোধ মানব চেতনা
প্রভাত অস্ত বেলা;
মানব ধর্মের প্রকৃত পথ
এটাই জীবন খেলা।


ধর্মের নামে হিংসা দ্বেষ
চারিদিকে খুনাখুনি;
তাহাই কি মানুষের ধর্মমত
আমরা যেটা মানি?


বিবেকের কাছে প্রশ্ন করি
আর অন্তরে উত্তর মেলে;
সবই আছে নিজের কাছে
পাই চেতনার আলো জ্বেলে।


এই ধর্মমতে বিভেদ আনে
ভাইয়ে ভাইয়ে হানাহানি;
আমরা পারিনা কি বন্ধ করতে
ধর্মমতের দড়ি টানাটানি?


১৬ই মাঘ, ১৪২৯,
ইং  ৩১/০১/২০২৩,
মঙ্গলবার রাত ১২:০৫। ১৯০৬, ০২০২/২০২৩।