বসে বসে ভাবি শুধু কাল,
অতীত, বর্তমান, ভবিষ্যৎ;
জীবন পথে চলতে চলতে
দেখি নানান ধর্মমত।


ধর্মটা যে নামেই ধর্ম
কর্মে তাহা নাই;
বাহু তুলে কীর্তন করে
ধ্বংসের পথে ধাই।


কি আমাদের চেতন শক্তি
ভাবতে কষ্ট হয়!
জন্মের পর মৃত্যু হবেই
তা কি সত্য নয়?


তবু আমরা মিথ্যার পথে  
শুধুই ছুটে চলি;
নিজের স্বার্থ নিজের কষ্ট
ওই মানুষকে বলি।


১৭ ই মাঘ, ১৫২৯,
ইং ০২/০২/২০২৩,
বৃহস্পতিবার রাত ১১:৩৩। ১৯০৯, ০৫/০২/২০২৩।