জন্মের থেকে শিখে আসা বিশ্বাস
যায় না ভোলা সহজে
সবই এই মানুষের কাছে শেখা
তাহা লাগাই ধর্মের কাজে।


ধর্ম যে বন্ধু গুণের আধার
জানি সত্য সুন্দর সে;
ওই জন্মের পরে মৃত্যু আসবে
তবুও বুঝি না যে?


আমি যে বন্ধু এত বড় আজ
মুসলিম মায়ের বক্ষ সুধায়;
কোন ধর্ম আমার আছে বলতো
থাকবো কেন বলতে দ্বিধায়?


ওই জন্মদাত্রী আর পালকমাত্রী
সমান গুরুত্ব আমার কাছে;
ব্যক্তি মানুষের স্বার্থের কথায়
যাব কি ভুলে তাকে?


তাঁরা যেথায় থাকুন ভালো থাকুন
তাঁদের রক্ত আমার দেহে;
মা ও ধাইমা সেই দুইটা শব্দ যেন
চিরদিন আমার হৃদয়ে রহে।


ওই স্বার্থান্বেষীরা হিংসা শেখায়
আমাদের জন্মদাত্রীরা নয়?
যাদের জন্য এই ধরায় আছি
তাহা বলতে পাবো কেন ভয়?


মায়েদের মাঝে কোন বিভেদ নাই
তবে এই জন্মে বিভেদ কেন?
দশ মাস দশ দিন গর্ভে ধারণ
ওই স্বর্গের শুধা হেন।


জন্মভূমি মাতৃভূমি মোদের সবার
হেথায় কোন বিভেদ নাই;
তবে কেন ধর্মের নামে বিভেদ হবে
বলতো পার তোমরা তাই?


আল্লাহ ভগবান বললে পরেই
ধর্মে বিভেদ হয়ে যায়?
হিন্দুর রক্ত মুসলমানকে দিয়ে
দেখো ভাই ভাইকে বাঁচায়।


ওই ধর্মের নামে এই মতবাদ
আমরা মানতে পারি না;
একই মায়ের সন্তান হিন্দু মুসলিম
ধর্মমত মাকেই বোঝে না ।


১৬ই  মাঘ, ১৪২৯,
ইং ৩১/০১/২০২৩
মঙ্গলবার বেলা  ২:০৬। ১৯০৮, ০৪/০২/২০২৩।