ধর্ম একটা মতবাদ –
                 ধর্ম একটা কর্ম শেখার পদ্ধতি।
      
শান্তির বারতা বয়েনিয়ে বেড়ায়,
            হিংসার পৃথিবী অহিংস করার জন্য;
ধর্ম মানুষকে ভালবাসা শেখায়,
                          জগতকে করিতে ধন্য।


পৃথিবীর নানান প্রান্তে –
যুগে যুগে জন্মগ্রহণ করেছেন মানব আত্মা;
দ্বীপঘরের বাতির মত তাঁরা –
           এই মহাবিশ্বের অনন্ত পারাবারে,
       বারে বারে শুনায়েছে পথের বারতা।


ধর্ম কোন মানুষ বা গোষ্ঠীর ,
                            নিজস্ব সম্পদ নয়;
কিছু মানুষ ব্যক্তি স্বার্থ পুরনের জন্য,
                -ধর্মকে ব্যবহার করে ,
                               এটাই তো ভয়।


আমরা যারা দুমুঠো শাক আন্ন খেয়ে ,
                          শান্তিতে ঘুমাতে চাই;
ধর্ম বা রাজনীতির গোলকধাঁধায় ,
                           যেন পথ না হারাই।


ভালবাসা দিয়া জগৎ ভুলাতে ,
                          শুনাব শান্তির বাণী;
ধরণীর ঘর ভরিব আমরা ,
                          সুখের পরশ দানি।


২০ শে আষাঢ়, ১৪২৩ ।
ইং ৫ই জুলাই, ২০১৬ ।
মঙ্গলবার ,সকাল ১০ টা ।