এই জগতে আমরা সবাই
কেউ হিন্দু-বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান;
গৃহপালিত কুকুর বিড়াল গরু-ছাগল
বলতে পারো কি তাঁদের ধর্মীয় মূল্যমান?
তাঁদের স্থান কোথায় হবে
বলবে কি ধর্মের ওই মহাজ্ঞানী-গুণীজন?


ধর্মীয় বাঁধনে বাঁধার চেষ্টা
       চলছে অবিরত;
গরু, কচ্ছপ, শুয়োরের মাংস
        সবই পরিবেশগত।


হেথায় যারা না বলে
      হোথায় বলে হ্যাঁ;
নিজের স্বার্থে বিলিয়ে দেয়,
     ধর্মের নামে ভ্যা!


ওই মানব সৃষ্ট রীতিনীতি
     ব্যক্তি স্বার্থে চলে;
এই জগতে ওই যে সবাই
      তাকেই ধর্ম বলে।


ধর্ম শুধু বস্তুর গুন
     ওই সত্য সনাতন;
সেই গুনেতে বিশ্ব চলে
     দেই না আমরা মন।


মানব সৃষ্ট সেই রীতিনীতি
    ধ্বংস টেনে আনে;
বিভেদ সংঘাত তাই দেখি
    বহাল রাখে বেণে।


অস্থির হলো বিশ্ব জগত
   ব্যক্তি ভাবনায় শুধু;
বৃহৎ শক্তি তাই খোঁজে
   কোথায় আছে মধু।


অর্থ থেকে ধর্ম ,মত,
   মৌলবাদের কথা;
বুঝতে কষ্ট তাই দেখি
     সাম্যবাদের ব্যথা।


১১ ই  আষাঢ়, ১৪২৯,
ইং ২৬/০৬/২০২২,
রবিবার সকাল ৬:০২। ১৭৫০, ২৫/০৭/২০২২,