কে কোথায় আছো এগিয়ে এসো,
               দেখে নাও এ দৃশ্য;
আন্ধকুরুরা উদ্দ্যত আজ,
              ধ্বংস করিতে বিশ্ব।


সূচাগ্র জমি ছাড়িতে নারাজ,
              উন্নয়নশীল দেশকে;
অর্থের লোভে অন্ধ যে ওরা,
              ডাকিছে সর্বনাশকে।


ইরাকি বীর সাদ্দামকে আজ,
              হতে হয়েছে অভিমূন্য;
সপ্তরথীকে প্রতিরোধ করি,
              লভিয়াছে সে পুণ্য।


দুর্যোধনেরা জোট বাঁধিয়াছে,
        কেড়ে নিতে চায় মুখের অন্ন;
তোমরা সবাই জেনে নাও আজ,
           কুরুক্ষেত্রের সমর আসন্ন।


কে কোথায় আছো এগিয়ে এসো,
            আহ্বান করিছে ভবিষ্যৎ;
ধর্ম যুদ্ধ করিবারে মোদের,
             নিতে হবে আজ শপথ।


মোদের কাউকে নিতে হবে হাতে,
             কৃষ্ণের অধর্মনাশী চক্র;
কেউ বা ধরিবে গান্ডিব খানি,
               ছুড়িবে ত্রিশূল বক্র।


ঝঞ্ঝার বেগে কেউ বা ছুটিবে,
             হাতে লয়ে ভীমের গদা;
পুস্পক রথে কেউ বা ছুটিবে,
                জগ্রত রয়েছে সদা।


পাপের সাথে পুন্যের লড়াই,
আমরা কি আর শত্রুকে ডরাই।
      ভয় নাই ভয় নাই ভয় নাই আজি,
        অধর্মের সাথে ধর্ম ধরেছে বাজি।
লোভাতুর বিদ্বেষী শক্তি নাশিয়া,
ধর্মের শাখ উঠূক বাজিয়া।


সাম্যের ধ্বজা উড়িবে হেথায়,
                  নাশিয়া দুঃখদন্য;
ধর্মরাজ্য প্রতিষ্ঠার মাঝে,
               আমরা লভিব পুণ্য।