ধরণীর বুকে বয় ফাগুনের হাওয়া,
অন্তরে অন্তরে শুধু দেওয়া নেওয়া,
           বিকাশিত ফুল কাননে কাননে;
নবযৌবনে- থাকে আনমনে,
ভ্রমরের গুঞ্জনে মাতোয়ারা মৌবনে,
         চকিত হিন্দোল বয়ে যায় আননে।


প্রবীণ পাতা ঝরে, নতুন পাতার তরে,
              দূঃখেও উল্লসিত জগৎসংসার;
চারিদিকে চেয়ে দেখ সবুজের সমারোহ,
               সব যেন আনন্দে ভরভর।


সুদূর নীলাম্বরে শশী-তারকার সনে,
               খেলিছে এই মোহময় ধরা;
পুষ্পে পুষ্পায়িত বনানী উল্লাসিত,
               সৃষ্টির আনন্দে নাচে তারা।


সুখদুঃখের সংসার, কে নেবে কার ভার,
           কাকলি কূজনে কত গান গাওয়া;
সবাই হাতেহাত ধরে আপন পর ভুলে,          
             আনন্দে সম্মুখে এগিয়ে যাওয়া।
          ধরণীর বুকে বয় ফাগুনের হাওয়া্‌।।


১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৪,
ইং ৩১/০৫/২০১৭,
বুধবার,রাত ১.৩০।